দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফলে পঞ্চগড় এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় পঞ্চগড় জেলা থেকে ১২ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৮ হাজার ৫২৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৭৯৫ জন। জেলায় পাসের হার ৬৬.৩৫%। এদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৩৬৯ জন। পাস করেছে ৪ হাজার ৫৩৭ জন। পাশের হার ৭১.২৪%। পরীক্ষায় ৬ হাজার ৪৮২ জন ছেলে পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩ হাজার ৯৯০ জন। পাশের হার ৬১.৫৬%। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছে জেলা শহরের পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে ২২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১৯ জন। জিপিএ- পেয়েছে ১৫৫ জন। পরের স্থানে রয়েছে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। জেলার বোদা উপজেলার ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি। #